IQNA

অ্যামিজিঘি ভাষায় ৬ হাজার খণ্ড কুরআনের তাফসির প্রিন্ট

21:55 - January 06, 2019
সংবাদ: 2607692
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় অ্যামিজিঘি ভাষায় কুরআনের তাফসিরের ছয় হাজার কপি প্রিন্ট ও প্রকাশিত হবে।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার নামায় জামিয়াত নামক সংগঠন অ্যামিজিঘি ভাষায় কুরআনের তাফসিরের ৬ হাজার খণ্ড পাণ্ডুলিপি প্রিন্ট ও বিতরণের দায়িত্ব গ্রহণ করেছে। এই সংগঠন গতকাল থেকে নিজেদের কাজ শুরু করেছে।
এই পরিকল্পনা ২ বছর পূর্বে শুরু হয়েছে এবং তখন থেকে প্রিন্টের অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু গতকাল থেকে নির্বাহী পর্যায়ে কাজ শুরু করা হয়েছে। অ্যামিজিঘি ভাষায় কুরআনের তাফসির অনুবাদ করেছেন শেইখ মাহনাদ।
আলজেরিয়া এন্ডোমেন্ট এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ ঈসার তত্ত্বাবধায়নে কুরআনের তাফসিরের বিতরণের কাজ ১২ই জানুয়ারি থেকে শুরু হবে। অ্যামিজিঘি ভাষায় কুরআনের তাফসিরের ৬ হাজার খণ্ড পাণ্ডুলিপি উত্তর আফ্রিকা ও ইউরোপে বিতরণের করা হবে।
উল্লেখ্য, আলজেরিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের উপজাতীয় অঞ্চলের জনগণের প্রধান ভাষা অ্যামিজিঘি। আফ্রিকা বিশেষ করে মরক্কো, আলজেরিয়া, লিবিয়া এবং মালিসহকারে বেশ কয়েকটি দেশের জনগণ অ্যামিজিঘি ভাষায় কথা বলেন। এশিয়ান-আফ্রিকান উৎস থেকে এই ভাষা উৎপত্তি হয়েছে।
এই ভাষায় কতজন কথা বলতে পারে তার কোন সঠিক পরিসংখ্যান নেই। তবে অমাজিঘরা (অ্যামিজিঘি ভাষী) মিশের পশ্চিমে, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের উপকূলে এবং আলজেরিয়ার মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ভাষীদের ক্যালেন্ডার সৌরের গতিবিধি হিসেবে পরিগণিত হয়। ইংরেজি ক্যালেন্ডারের সাথে অ্যামিজিঘি ভাষীদের ক্যালেন্ডারের ৯৫০ বছরের পার্থক্য রয়েছে। বর্তমানে অ্যামিজিঘি ভাষীদের ২৯৬৭ সাল চলছে।
iqna

 

captcha