IQNA

সিরিয়ার পূর্বাঞ্চলে গণতান্ত্রিক বাহিনীর সঙ্গে দায়েশের সংঘর্ষ

22:28 - January 08, 2019
সংবাদ: 2607708
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া অবজারভেটরি অন হিউম্যান রাইটস, সেদেশের গণতান্ত্রিক বাহিনীর সাথে দায়েশের সংঘর্ষের ফলে ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিরোধী দলের সাথে যুক্ত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ প্রতিবেদনে ঘোষণা করেছে, সিরিয়ার পূর্বাঞ্চলে রবিবার (৬ষ্ঠ জানুয়ারি) সন্ধ্যায় বালি ঝড়কে ব্যবহার করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সেদেশর ডেমোক্রেটিক ফোর্সেসের উপর হামলা চালায়।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাপক এই সংঘর্ষের ফলে ডেমোক্রেটিক ফোর্সেসের ২৩ জন সদস্য নিহত হয়েছে এবং দায়েশের ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে অপর এক খবরে বলা হয়েছে, দায়েশের এক আত্মঘাতী সন্ত্রাসী রাক্কা শহরের কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। এই আত্মঘাতী হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন সামরিক ব্যক্তি আহত হয়েছেন।

বোমারু জ্যাকেট পরে থাকা এই সন্ত্রাসী নাম আবু আব্দুল্লাহ আশ-শামী। এই সন্ত্রাসী প্রথমে অস্ত্র দিয়ে হামলা চালায় এবং পরবর্তীতে নিজের শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায়।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) মার্কিন বাহিনীর সহযোগিতায় ২০১৭ সালে দায়েশকে পরাজিত করার পর সেদেশের উত্তর-পূর্বাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

iqna

 

captcha