IQNA

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইরাকে অপ্রত্যাশিত সফর

22:25 - January 09, 2019
সংবাদ: 2607715
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক অঘোষিত সফরে ইরাকের রাজধানী বাগদাদে সেদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

বার্তা সংস্থা ইকনা: সেখানে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে দেখাও করেছে মাইক পম্পেও। এছাড়াও এই সফরে পম্পেও ইরাকী পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ আল হালবুসির সঙ্গে বৈঠক করেছে।
ইরাকী পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ আল হালবুসির দপ্তর থেকে বলা হয়েছে, এই বৈঠকে ইরাকি পার্লামেন্টারি কমিশন ফরেন রিলেশনস এ উপস্থিত অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র মধ্যপ্রাচ্যে সফর করার রুটিনে ইরাকের নাম ছিল না।
উল্লেখ্য, মাইক পম্পেও গতকাল (মঙ্গলবার) জর্ডান থেকে মধ্যপ্রাচ্যের মিশর, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েতের উদ্দেশ্যে নিজের সফর শুরু করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কুয়েত সফরের মধ্যে তার এই এক সপ্তাহের সফর শেষ হবে। এই সফরে পম্পেও সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই এবং ইরানের সঙ্গে সংঘর্ষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগীদের মনোযোগ আকর্ষণ করার জন্য ওয়াশিংটনের বার্তা এসকল দেশে ব্যক্ত করবে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ ডিসেম্বর অঘোষিত সফরে ইরাক যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে বাগদাদের আল আসাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করলেও ইরাকের নেতাদের সঙ্গে দেখা করেননি।
iqna

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইরাকে অপ্রত্যাশিত সফর

captcha