IQNA

ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার অগ্নিসংযোগকারী ভারী সাজা

11:51 - January 11, 2019
সংবাদ: 2607725
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার টেক্সাসের ভিক্টোরিয়া মসজিদ ও ইসলামী সেন্টার আগুন দেওয়ার জন্য একটি ফেডারেল কোর্ট এক ব্যক্তিকে পূর্বে ২৪ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছিল। এখন আদালত তাকে ৩ লাখ ৭০ হাজার ডলার জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বুধবার (৯ম জানুয়ারি) আমেরিকার একটি ফেডারেল আদালত টেক্সাসের ভিক্টোরিয়া মসজিদ ও ইসলামী সেন্টার আগুন দেওয়ার জন্য অগ্নিসংযোগকারী মার্ক ভিনসেন্ট পেরেজকে ৩ লাখ ৭০ হাজার ডলার জরিমানা ধার্য করেছে।
মার্ক ভিনসেন্ট ২০১৭ সালে এই ইসলামিক সেন্টার ও মসজিদে আগুন ধরিয়েছিল।
বিচারক জন রাইনি ঘোষণা করেন, মসজিদে আগুন লাগানোর জন্য মার্ক ভিনসেন্টকে ৩ লাখ ৭০ হাজার ডলার পরিশোধ করতে হবে। এসময় তার উকিল আদলতে উপস্থিত ছিলেন। তিনি মসজিদের মালিকানা সম্পর্কে সন্দেহ পোষণ করে।
মার্ক ভিনসেন্টের বিরুদ্ধে আগুন লাগিয়ে ও হামলা চালিয়ে এই মসজিদ সম্পূর্ণ রূপে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার নিকটে অবৈধ অস্ত্র ছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৭মে জানুয়ারি রাত দুইটায় ভিক্টোরিয়া মসজিদ ও ইসলামী সেন্টারে আগুন লাগিয়ে সম্পূর্ণ রূপে ধ্বংস করা হয়।
iqna

 

captcha