IQNA

‘লেবাননে হামলার ধৃষ্টতা দেখালে ইসরাইলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে’

18:17 - May 02, 2019
সংবাদ: 2608460
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননে আক্রমণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লেবাননে হামলা হলে ইহুদিবাদী ইসরাইলের বাহিনীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নিজ সমর্থকদের প্রতি দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। লেবাননের রাজধানী বৈরুত থেকে এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। আগামী গ্রীষ্মে লেবাননে ইসরাইলের সঙ্গে নতুন করে যুদ্ধের আশংকাকে উড়িয়ে দেন তিনি। কোনও কোনও সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরকে তিনি মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ইসরাইলের সবাই ভাল ভাবেই জানেন যে লেবাননের বিরুদ্ধে যে কোনও যুদ্ধকে চূড়ান্ত এবং দ্রুততার সঙ্গে হতে হবে। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ  এবং যুদ্ধের জন্য ভালভাবে সক্ষম রয়েছে। লেবানন তো দূরের কথা, অবরুদ্ধ গাজা উপদ্বীপে যুদ্ধ চালাতেই ইহুদিবাদী ইসরাইল ভয় পায় বলে জানান তিনি।

ৱএরপর পরিষ্কার ভাষায় তিনি বলেন, ইসরাইল যদি লেবাননে ঢোকার ধৃষ্টতা দেখায় তবে মূল ধারার সংবাদ মাধ্যম এবং বিশ্বের চোখের সামনেই ইহুদিবাদী ইসরাইলের সব যুদ্ধদলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে। লেবাননের সূচ্যগ্র পরিমাণ ভূমির বিষয়েও কোনও ছাড় হিজবুল্লাহ দেবে না বলেও ঘোষণা করেন তিনি।  iqna

 

 

captcha