IQNA

আমেরিকা সব সময় ইরানিদের কাছে পরাজিত হয়েছে: আয়াতুল্লাহ খাতামি

16:49 - May 03, 2019
সংবাদ: 2608464
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকা সব সময় ইরানিদের কাছে পরাজিত হয়েছে। আজ তেহরানে জুমার নামাজে খুতবায় তিনি এ কথা বলেন।

পার্সটুডের উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আয়াতুল্লাহ খাতামি বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর গত ৪০ বছরে আমেরিকা সব সময় ইরানের বিরুদ্ধে শত্রুতা করেছে। কিন্তু সব সময় তারা ইরানিদের কাছে পরাজিত হয়েছে। তিনি বলেন, আমেরিকার মোকাবেলায় ইরানিদের বিজয়ের চাবিকাঠি হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস, দূরদর্শিতা, সক্রিয়তা, প্রতিরোধ, ঐক্য ও সহমর্মিতা।

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেছেন, ইসলামি বিপ্লব বিজয়ের শুরু থেকেই আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তি ইরানিদের বিরুদ্ধে সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সম্প্রতি তারা যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাতেও ইরান জয়লাভ করবে।

তিনি বলেন, আমেরিকা ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছে তা কখনোই বাস্তবায়িত হবে না। ইরান যতটুকু ইচ্ছা ততটুকু তেল উত্তোলন ও বিক্রি করবে।

খাতামি বলেন, আমেরিকা নিজেদের নানা সমস্যা সত্ত্বেও ইরানের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে এবং নানা অজুহাত দেখিয়ে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে চাঁদা আদায় করছে।

সৌদি আরবে গণভাবে ৩৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর এবং ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানান তিনি।  iqna

 

captcha