IQNA

হজ্বের প্রশিক্ষণ পেল মালয়েশিয়ান শিশুরা

6:35 - July 06, 2019
সংবাদ: 2608841
সাংস্কৃতিক ডেস্কঃ একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের মধ্য দিয়ে হজ্বের অনুশীলন করেছে হাজার হাজার মালয়েশিয়ান শিশু।

নিউ স্ট্রীট টাইমসে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত বৃহস্পতিবার (৪ জুলাই) হাজার হাজার মালয়েশিয়ান শিশু এক অনুষ্ঠানে হজ্বের বিভিন্ন আমলের সাথে পরিচিত হয়েছে।

এ অনুষ্ঠানে ৬ হাজারেরও বেশী শিশু সাদা পোশাক পরে কা’বার আদলে তৈরী প্রতীকি কা’বার তাওয়াফের পাশাপাশি পাথর নিক্ষেপের অনুশীলনও করে যা হজ্বের অবিচ্ছেদ্য অংশ।

‘মিনি হজ্ব’ নামে আয়োজিত এ অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশুরা রাজধানীর পার্শ্ববর্তী একটি স্থানে সমবেত হয়। শিশুরা যাতে হজ্বের আমলগুলো আরও ভালভাবে অনুভব করতে পারে সে লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকারীরা।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ও একটি স্কুলের প্রধান শিক্ষক ‘রুসলান নূর দ্বীন’ জানিয়েছেন, শিশুরা যাতে হজ্বের বিভিন্ন আমলের খুঁটিনাটি সূক্ষ্মভাবে অনুভব করতে ও মনে রাখতে পারে সে লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তারা যখন বাস্তবে ব্যবহারিকভাবে কোন কিছুকে শেখে তখন তারা এমন কিছু শেখে যা তারা ক্লাস বা বই অথবা পিতা-মাতার কাছ থেকে শিখতে পারে না।

মালয়েশিয়ার মোট জনসংখ্যা ৩ কোটি; এর শতকরা ৬০ ভাগ মুসলমানদের নিয়ে গঠিত। এর পরবর্তী স্থানে রয়েছে বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

প্রসঙ্গত, প্রতিবছর মালয়েশিয়া থেকে ৩০ হাজারেরও বেশী ধর্মপ্রাণ মুসলমান হজ্বে যায়। এই কোটা বৃদ্ধি করার চেষ্টায় রয়েছে মালয়েশিয়া সরকার।#3824587

 

captcha