IQNA

পরমাণু সমঝোতার ক্ষেত্রে ইউরোপ কার্যত আমেরিকার তাবেদার: কাজেম সিদ্দিকী

20:12 - July 12, 2019
1
সংবাদ: 2608888
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন, পরমাণু সমঝোতায় ইউরোপীয় পক্ষগুলো কার্যত আমেরিকার তাবেদারে পরিণত হয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাবার এক বছর পরও ইউরোপ তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে তো পারেই নি বরং তারা এখন মার্কিনীদের তাবেদারি করছে বলে তিনি মন্তব্য করেন।

পরমাণু সমঝোতা থেকে এককভাবে বেরিয়ে যাওয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে আমেরিকার জন্য মানবিক কলঙ্ক বলে অভিহিত করেন তিনি। শুরু থেকেই আমেরিকা পরমাণু সমঝোতা মেনে চলে নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইউরোপকে দেয়া দুই মাসের সময়সীমার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর কোনো সুযোগ দেওয়ার অবকাশ নেই। পরমাণু সমঝোতার ২৬ এবং ৩৬ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, কোনো একটি পক্ষ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে অপর পক্ষও প্রতিশ্রুতি হ্রাস করার সুযোগ পাবে। এই শর্ত অনুযায়ীই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা বাড়িয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা শতকরা বিশ বা তারও বেশি পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে ইরান কাউকেই তোয়াক্কা করবে না বলে জনাব সিদ্দিকী মন্তব্য করেন।

জিব্রাল্টার প্রণালিতে ইরানি তেল ট্যাংকার আটকের ঘটনায় ব্রিটেনকে অনুতপ্ত হবার মতো কড়া জবাব দেয়া বলে বিশিষ্ট এই আলেম আজকের খুৎবায় বলেন।   iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
kxmppjvk
0
0
20
captcha