IQNA

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে দুই শিশু নিহত

23:13 - July 15, 2019
1
সংবাদ: 2608903
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সেনা বাহিনী ঘোষণা করেছে, বালখ প্রদেশে মাইন বিস্ফোরণের ফলে দুই শিশু নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বালখ প্রদেশের চতুর্থ বাল্ক শহরের একটি রাস্তার পাশে সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে দুই শিশু নিহত হয়েছে।

আফগানিস্তানের শাহিন ২০৯ এর সামরিক মুখপাত্র বলেন: মাইন বিস্ফোরণের ঘটনা আজ (১৫ই জুলাই) সকালে বালখ প্রদেশের চতুর্থ বাল্ক শহরের খান আবাদ এলাকায় ঘটেছে।

তিনি বলেন: এই মাইনটি তালেবানের সদস্যরা রাস্তার পামে পুতে রেখেছিল। যখন শিশুরা রাস্তার পাশে খেলা করছিল, তখন এই বোমাটির বিস্ফোরণ ঘটে।

সাধারণত রাস্তার পাশে পুতে রাখা মাইনের বিস্ফোরণের ফলে বড়দের তুলনায় শিশুরাই অধিক নিহত হয়।

উল্লেখ্য যে, সম্প্রতি আফগানিস্তানের ঘোর প্রদেশে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণের ফলে ৬ ভাইসহ মোট ৭ জন নিহত হন। আফগানিস্তানের ফরিয়ব, কান্দাহার ও তখার প্রদেশেও অনুরূপ ঘটনা ঘটেছে।  iqna

 

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
uxrwbwpi
0
0
20
captcha