IQNA

পারস্য উপসাগরে ইসরাইলের উপস্থিতি মেনে নেবে না ইরান

15:51 - August 09, 2019
সংবাদ: 2609050
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরে তথাকথিত মার্কিন জোটে ইহুদিবাদী ইসরাইল থাকলে তা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে এবং এ ধরণের হুমকি মোকাবেলার অধিকার তেহরানের রয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পারস্য উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে সেখানে ইহুদিবাদী ইসরাইলও থাকবে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ কথা বলেন। মুসাভি বলেন, এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের পরিণতির দায় আমেরিকা ও ইসরাইলকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য মার্কিন সামরিক জোট এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াবে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, ইরান সুস্পষ্টভাবে এ ধরনের জোট গঠনের বিরোধিতা করছে এবং যারা এই জোট গঠন করছে ও যারা জোটের সঙ্গে থাকবে তাদেরকে এই অঞ্চলের সম্ভাব্য সংকট ও উত্তেজনার মূল হোতা হিসেবে গণ্য করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, ইরান পারস্য উপসাগরীয় দেশ এবং ইরানের ১৫ হাজার মাইল দীর্ঘ উপকূল রয়েছে। ঐতিহাসিকভাবে ইরান পারস্য উপসাগরের নিরাপত্তা ও নিরাপদে যান চলাচল নিশ্চিত করাকে দায়িত্ব বলে মনে করে।

তিনি বলেন, পারস্য উপসাগরে অন্য অঞ্চলের সেনা উপস্থিতি তা যে নাম বা স্লোগানেই হোক না কেন আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কোনো সহযোগিতা করবে না বরং উত্তেজনা ও সংকটকে আরও বাড়িয়ে দেবে।   iqna

captcha