IQNA

মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.) মসজিদ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আলী আকবার আনসারীর উদ্যোগে মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.) মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদে নারী ও পুরুষদের জন্য দুই শাবিস্তান (কক্ষ), দুই তালা বিশিষ্ট দারুল কুরআন, লাইব্রেরী এবং রান্নাঘর রয়েছে। মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.) মসজিদটি ইরানের ইসফাহান শহরের বক্র মিনারের শৈলীতে নির্মাণ করা হয়েছে। এই মসজিদের অন্যান্য আকর্ষণের মধ্যে ইন্টিগ্রেটেড কার্পেট। অর্থাৎ শাবিস্তান জুড়ে প্রায় ৫০০ মিটারের হাতে বোনা কার্পেট বিছানো রয়েছে। এই বৈশিষ্ট্যটি ইরানের সমস্ত মসজিদে অনন্য। মসজিদের গুম্বজ, মিনার এবং সম্মুখভাগ মসজিদে নবী (সা.)এর শৈলীতে নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৬৯ সালের আগস্ট মাসের ২১ তারিখে যায়নবাদীরা মসজিদুল আকসায় আগুন লাগায়। এরফলে মুসলমানদের প্রথম ক্বিবলার প্রায় ১৫০০ বর্গমিটার আগুনের পুড়ে যায়। ইরানের আহ্বানে এই দিনটিতে “বিশ্ব মসজিদ দিবস” নামকরণ করা হয়েছে।

 
captcha