IQNA

শেষ জামানায় ঈমান রক্ষা করা বেশী কঠিন কেন?

23:33 - April 22, 2017
সংবাদ: 2602930
শেষ জামানায় ঈমান রক্ষা করা হাতের মধ্যে আগুন রাখর মত কঠিন। কিন্তু কেন কঠিন তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে বিদয়াত ও দুনিয়ার প্রতি মোহ।
শেষ জামানায় ঈমান রক্ষা করা বেশী কঠিন কেন?
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদিসে বর্ণিত হয়েছে শেষ জামানার মানুষ নামমাত্র মুসলমান থাকবে, তারা কোরআন ও ইসলামের কোন বিধি-নিষেধ মান্য করবে না। মসজিদেও আর কোন ভাল উপদেশ দেয়া হবে না। ঐ যুগের ফকিহগণও পথভ্রষ্ট হয়ে যাবে সে সময়ে দ্বীনকে খুব সহজেই বিক্রয় করা হবে।

মসজিদ আল্লাহর ইবাদতের স্থান হলেও শেষ জামানায় মসজিদে মু’মিনদের আনাগোনা থাকবে না, সেখানে উপদেশ দেয়া হবে না। শেষ জামানায় মসজিদকে অনেক সুন্দর করে তৈরি করা হবে কিন্তু তাতে কেউ নামাজ আদায় করবে না।

- ইসলাম ও ঈমান অপরিচিত হয়ে যাবে, যেমনটি প্রথমে ছিল।

- মসজিদের বাহ্যিক চেহারা ভাল হবে, কিন্তু সেখান থেকে মানুষ হেদায়েত হবে না।

- মানুষ তার ধর্ম বিক্রি করবে, সকালে ঈমান নিয়ে বের হবে এবং সন্ধ্যায় কাফের হয়ে বাড়ি ফিরবে।

- সমাজের সাধারণ পরিবেশ নাস্তিকতায় পর্যবসিত হবে। তাই অনেক দুর্বল ঈমানের মানুষ তাদের ঈমান রক্ষা করতে ব্যর্থ হবে।

- অন্যান্য জাতিরা তাদের ধর্মে বিভ্রান্ত হবে।

- যেই ভণ্ড পতাকা উত্তোলন করবে সেই কিছু ভক্ত পাবে।

- ইসলামী বিশ্বাসের সঙ্গে, এমনকি আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে প্রকাশ্যে বাধা দেয়া হবে।

- কুরআনের সত্য শুনা মানুষের জন্য কঠিন হবে অথচ অকার্যকর কথা শুনা সহজ হবে।

-মানুষ নামাজের সময়ের প্রতি গুরুত্ব দিবে না।

- মানুষের মধ্যে বিদয়াত ও কুসংস্কার বৃদ্ধি পাবে।

হালালকে হারাম এবং হারামকে হালাল করা হবে…ইত্যাদি। সূত্র: shabestan
captcha