IQNA

কাশ্মীরে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী

23:51 - July 18, 2017
সংবাদ: 2603457
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের জাম্বু প্রদেশের শ্রীনগর শহরের জামে মসজিদের নিকটে কাশ্মীর পর্যটন সংস্থার ইসলামী-সাংস্কৃতিক কেন্দ্রে ১৮ই জুলাই থেকে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে। উক্ত প্রদর্শনী টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে।
কাশ্মীরে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী

বার্তা সংস্থা ইকনা: কাশ্মীর পর্যটন সংস্থার উদ্যোগে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সহযোগিতা করেছে কাশ্মীরের আর্ট, সংস্কৃতি ও ভাষা একাডেমী এবং ভারতের হেরিটেজ ও শিল্প কালচারাল সেন্টার।

দর্শনার্থীদের প্রদর্শনের জন্য আরবী, ফার্সি এবং কাশ্মীরী ভাষায় মোট ৫০টি ক্যালিগ্রাফি এই প্রদর্শনে উপস্থাপন করা হয়েছে।

কাশ্মীর পর্যটন সংস্থার প্রধান 'মুহাম্মাদ আহমাদ শাহ' বলেন: শ্রীনগরে সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প ও হস্তশিল্পের ঐতিহ্য রয়েছে। আমাদের উচিত এই অমূল্য সম্পদকে রক্ষা করা এবং এগুলোকে আরও উন্নত করা। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের পৈতৃক শিল্প ক্যালিগ্রাফিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করব।

iqna



ট্যাগ্সসমূহ: কাশ্মীর ، ভারত ، ইকনা ، আরবী
captcha