IQNA

তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

13:15 - November 17, 2017
সংবাদ: 2604334
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা। এতে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ মুসল্লি অংশ নিয়েছেন। মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এর আনুষ্ঠানিকতা।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমা শুরু হয়।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিবছর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে পাঁচদিনের জন্য জোড় ইজতেমার আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুসল্লি এতে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হক। কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলীগের উদ্দেশে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা বয়ান করবেন। পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে সেই বাণী শোনাবেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুই পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১২ জানুয়ারি শুরু হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের বিশ্বইজতেমার প্রথম পর্ব ১২-১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, গাজীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজা, গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম, বিশ্ব ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন, প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার পবিত্রতা সমুন্নত রেখে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যথাসময়ে তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন তিনি।
captcha