IQNA

'আমি জানি না' বলা দোষের কিছু নয়

13:26 - November 17, 2017
সংবাদ: 2604336
যে বিষয়ের উপর মানুষের জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা মোটেও ঠিক নয়। কোন প্রশ্নের উত্তর না জানলে সরাসরি বলতে হবে আমি জানি না এতে কোন দোষ নেই। কিন্তু না জেনে জানার ভান করা বা ভুল জবাব দেয়া মোটেও ভাল কাজ নয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অনেক সময় মানুষ কোন বিষয়ে জ্ঞান না থাকা সত্ত্বেও না বলতে লজ্জা বোধ করে বিধায় সে ভুল জবাব দেয়। আর তা অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাড়ায়। বরং কোন বিষয়ে জানা না থাকলে সরাসরি বলতে হবে এটা আমার জানা নেই। তাতে কারও কোন ক্ষতি হবে না।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: «مَنْ تَرَكَ قَوْلَ لاَ أَدْري، أُصِيبَتْ مَقَاتِلُهُ» যারা না বলতে লজ্জা পায় তারা ধ্বংসের দিকে চলে যায়।

অনেক সময় ভুল তথ্য দেয়ার কারণে মানুষ অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়। সুতরাং কোন বিষয়ে জ্ঞান না থাকলে সাথে সাথে না বলতে হবে। শাবিস্তান
ট্যাগ্সসমূহ: মানুষ ، জ্ঞান ، ইকনা ، হযরত ، আলী
captcha