IQNA

চেক প্রজাতন্ত্রে এন্টি-ইসলামী সম্মেলন

14:47 - November 17, 2017
সংবাদ: 2604338
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের ইসলাম বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এন্টি-ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চেক প্রজাতন্ত্রে এন্টি-ইসলামী সম্মেলন

বার্তা সংস্থা ইকনা: ইসলাম সম্প্রসারণ এবং অভিবাসী প্রবেশের প্রতিরোধের আলোকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এন্টি-ইসলামী সম্মেলনটি ১৫ ও ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইসলাম বিরোধী এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার জন্য সংসদীয় দল "ফ্রিডম অ্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি"-এর প্রধান টমিও ওকামুরা' প্রস্তাব দিয়েছে। বিতর্কিত এই সম্মেলনে ইসলাম বিরোধী কিছু বিখ্যাত দল এবং আন্দোলনের নেতারা, এন্টি-ইসলাম এবং এন্টি-অভিবাসন কর্মীগণ উপস্থিত থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, বিতর্কিত এই সম্মেলনে ফরাসি ন্যাশনাল ফ্রন্টের চরম ডানপন্থী দলের প্রধান

মারিন লে পেন, নেদারল্যান্ডসের ফ্রি লিবারেল পার্টি চেয়ারম্যান গ্যারেট উইলসন, ইতালির "নর্দার্ন লীগ" পার্টির চেয়ারম্যান মাত্তো সালভিনি এবং অস্ট্রিয়ান ফ্রি মুভমেন্ট ডাইরেক্ট উইং পার্টির বেশ কয়েকজন সদস্য এবং ইউরোপের কিছু রাজনৈতিক এবং স্বাধীনতা গ্রুপের (ENF) প্রতিনিধিবর্গ উপস্থিত থাকবে।

iqna


captcha