IQNA

ইন্দোনেশিয়া পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণের পরিকল্পনা

17:20 - November 17, 2017
সংবাদ: 2604340
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, আগামী ২০২০ সালের মধ্যে ইন্দোনেশিয়ায় এক হাজারটি পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করা হবে।
ইন্দোনেশিয়া পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণের পরিকল্পনা
বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কালা ঘোষণা করেছেন, ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে এসকল পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করা হবে।

তিনি বলেন: পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ পরিকল্পনার মাধ্যমে মসজিদে ব্যবহৃত সকল বিদ্যুৎ ও পানি অপচয় হ্রাস পাবে এবং এর মাধ্যমে পরিবেশগত শিক্ষার সম্প্রসারণ ঘটবে।

এই পরিকল্পনাটি ইন্দোনেশিয়ার উলেমা সংস্থার তত্ত্বাবধায়নে শহর উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ধর্মীয় সংস্থার সহযোগিতায় সম্পন্ন করা হবে।

ইন্দোনেশিয়ায় ৮ লাখেরও অধিক মসজিদ রয়েছে। সেদেশের ধর্মীয় কর্মকর্তাগণ আশাবাদী যে এই প্রকল্প বাস্তবায়নের পর সেদেশের অন্যান্য মসজিদসমূহও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলবে।

iqna


captcha