IQNA

ইসলামের সাথে অমুসলিমদের পরিচয় করানোর জন্য অভিনব পন্থা + ছবি

16:25 - November 18, 2017
সংবাদ: 2604341
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লাস ক্রুস শহরের মুসলমানেরা অমুসলিমদের মধ্যে "ইসলাম পরিচিতি" কর্মসূচী বাস্তবায়নের জন্য বিনামূল্যে অনুদিত কুরআন তাদের হাতে তুলে দিচ্ছে।
ইসলামের সাথে অমুসলিমদের পরিচয় করানোর জন্য অভিনব পন্থা
বার্তা সংস্থা ইকনা: লাস ক্রুসে ইসলাম বিরোধী কার্যক্রম রুখতে "ইসলাম পরিচিতি" কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূর করে প্রকৃত ইসলামকে সকলের সামনে তুলে ধরা সম্ভব হবে।

এই পরিকল্পনার উদ্ভাবক সুরাইয়া হোসাইন বলেন: লাস ক্রুসেরের সকল মসজিদ ও ইসলামিক সেন্টারে নিয়মিতভাবে ইসলাম পরিচিতি স্টল সক্রিয় রয়েছে। এই স্টলে এস অমুসলিমরা স্বাধীন ভাবে ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন করছেন এবং তার উত্তর পেয়ে খুশি হচ্ছেন।

তিনি বলেন: ডোনাল্ড ট্রামের রাজনীতির কারণে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম কমানোর জন্য ইসলাম পরিচিতি কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

সুরাইয়া হোসাইন ও তার অন্যান্য সহযোগীরা প্রতি শনিবার লাস ক্রুসের বিভিন্ন মার্কেটে যায় এবং সেখানে অমুসলিমদের মাঝে ইংরেজ ভাষায় অনুদিত কুরআন শরিফ এবং ইসলামী আকায়িদ বিতরণ করেন।

সুরাইয়া বিশ্বাস করেন, এধরণের কাজ মুসলিম ও অমুসলিম উভয়ের জন্য লাভজনক।

iqna


captcha