IQNA

২০৫০ সালের মধ্যে মুসলিম প্রধান দেশে পরিণত হবে ভারত

23:23 - January 15, 2018
সংবাদ: 2604800
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আমেরিকার পিউ রিসার্চ ইন্সটিটিউট বিশ্বে মুসলমানদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হারের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে কয়েকটি দেশের নাম প্রকাশ করেছে। যার মধ্যে ভারত প্রথম স্থানে এবং বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে।

 ২০৫০ সালের মধ্যে মুসলিম প্রধান দেশে পরিণত হবে ভারত

বার্তা সংস্থা ইকনা: পিউ রিসার্চ ইন্সটিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ভারতে মুসলিম নাগরিকের সংখ্যা ৩১ কোটিতে পরিণত হবে এবং ভারত বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশে পরিণত হবে। যা বর্তমানে ইন্দোনেশিয়ার অধীনে রয়েছে।

ভারতের পর পাকিস্তানের অবস্থান। পাকিস্তানে ২৭ কোটি ৩০ লাখ, ইন্দোনেশিয়ায় ২৫ কোটি ৭০ লাখ, নাইজেরিয়ায় ২৩ কোটি, বাংলাদেশে ১৮ কোটি ২০ লাখ, মিশরে ১২ কোটি, তুরস্কে ৮ কোটি ৯০ লাখ, ইরানে ৮ কোটি ৬০ লাখ, ইরাকে ৮ কোটি এবং আফগানিস্তানে ৭ কোটি ২০ লাখ মুসলিম নাগরিকে পরিণত হবে।

অথচ ২০১০ সালে পর্যায়ক্রমে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, ইরান, তুরস্ক, আলজেরিয়া এবং মরক্কো মুসলিম প্রধান দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছিল।

ধারণা করা হচ্ছে ২০৫০ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা দুই বিলিয়ন ৭৬ মিলিয়নে পরিণত হবে যা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

iqna

 

 

 

captcha