IQNA

শেষ পরিণতি ভাল হওয়ার উপায়

14:01 - January 16, 2018
সংবাদ: 2604803
মানুষকে সর্ব প্রথম নিজেকে চিনতে ও জানতে হবে। যদি মানুষ সঠিকভাবে নিজেকে চিনতে পারে তখন সে সহজেই কাউকে জান্নাতি বা জাহান্নামি বলবে না। কেননা হুর কারবালার ময়দানে তার সঠিক চিন্তা ও সিদ্ধান্তের কারণে একদিনেই জাহান্নাম থেকে বের হয়ে বেহেশতবাসী হতে পেরেছিল।

শেষ পরিণতি ভাল হওয়ার উপায়

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম সাদুকি বলেন, আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে, বহু মানুষ প্রথমে অনেক ভাল ছিলেন কিন্তু তাদের শেষ পরিণতি ভাল হয় নি। আবার তার বিপরীতও দেখতে পাই যারা প্রথমে খারাপ ছিল কিন্তু তাদের শেষ পরিণতি অনেক ভার হয়েছিল।

প্রবাদও রয়েছে: শেষ ভাল যার সব ভাল তার। কুরআন ও হাদিসে বালয়াম বাউরা এবং বাসসিসার ঘটনা উল্লেখ আছে তারা অনেক বড় আবেদ ও সাধক ছিলেন কিন্তু তাদের শেষ পরিণতি ভাল হয় নি তারা শয়তানের ধোঁকায় পড়ে গোমরাহ হয়ে গিয়েছিল।

শয়তানের কাজ হল মানুষকে গোমরাহ করে তাকে সবার সামনে বেইজ্জতি করা। আর এ জন্যই মহানবী বার বার বলেছেন তোমরা শেষ পরিণতি ভার হওয়ার জন্য দোয়া কর।

captcha