IQNA

মিশরে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা

23:15 - January 20, 2018
সংবাদ: 2604845
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মিশরে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: মিসরের এনডাউমেন্ট মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া এ ব্যাপারে বলেন: দেশের প্রতিভা বিকাশের জন্য ধর্মীয় সঙ্গীত, কবিতা এবং শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা বিভিন্ন কুরআনিক আঞ্জুমান, প্রশিক্ষণ সেন্টার ও জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন: প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ অনুদান করা হবে। এই প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করতে পারবেন। তবে এন্ডোভমেন্ট মন্ত্রণালয়ে কর্মরতদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
মুহাম্মাদ মোখতার জুময়া বলেন: যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজের তিন থেকে পাঁচ মিনিটের তেলাওয়াতকৃত অডিও ফাইল মিসরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রেরণ করে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
iqna

 

 

captcha