IQNA

বার্মিংহামে সিরিয়ার অনাথ শিশুদের জন্য এতিমখানা নির্মাণ + ছবি

23:30 - January 21, 2018
সংবাদ: 2604851
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের বার্মিংহামের গ্রিন লেন এলাকার মসজিদের পক্ষ থেকে সিরিয়ার অনাথ শিশুদের জন্য এতিমখানা নির্মাণ করা হবে।

 বার্মিংহামে সিরিয়ার অনাথ শিশুদের জন্য এতিমখানা নির্মাণ

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় এই মসজিদ পরিকল্পনা গ্রহণ করেছে অনাথ শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধির জন্য এতিমখানা নির্মাণ করবে। এই এতিমখানায় ২৪০ অনাথ শিশু এবং ৪০ জন নারী থাকবে পারবে।

সম্প্রতি এই মসজিদ ৮২৫ হাজার পাউন্ড সংগ্রহ করে সিরিয়ার অনাথ শিশুদের জন্য তুরস্কে এতিমখানা নির্মাণ করেছে।

মসজিদ কমিটির সদস্য ইদ্রিস কিয়ানি এতিম শিশুদের অবস্থা দেখার জন্য তুরস্কের গাজী এইনতাবে সফর করেছেন। তিন এ ব্যাপারে বলেন: "আমি তুরস্কে সিরিয়ার যেসকল শরণার্থীর ঘরে পরিদর্শনের জন্য গিয়েছি তার অধিকাংশ পরিবারেই শিশুরা তাদের পিতাকে হারিয়েছে। সিরিয়া থেকে তাদের মায়ের সঙ্গে তুরস্কে আশ্রয় নিয়েছে।

মসজিদ কমিটির অপর সদস্য ক্লার মজিদ মাহমুদ ১০ হাজার পাউন্ড সংগ্রহ করার পর তুরস্কে সিরিয়ার অনাথ শিশুদের জন্য শীতকালীন প্যাকেজ ক্রয় করে তাদের মধ্যে বিতরণ করেছে। এসকল শীতকালীন প্যাকেজে উষ্ণ কাপড়, গ্লাভস, মোজা এবং খেলনা সহ অন্যান্য দ্রব্য সমূহ রয়েছে।

তিনি  বলেন: পরিদর্শনের সময় আমরা দেখেছি অনেক পরিবারে চারটি শিশু রয়েছে এবং তাদের মা অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছে। ঐ পরিবারের বড় মেয়ের বয়স ১৩ বছর এবং তিনিই ঐ পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন: এসকল শিশুদের জন্য বার্মিংহামের যেসকল হৃদয়বান ব্যক্তিরা সহায়তা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

গ্রিন লেন এলাকার মসজিদ কমিটির সচিব আম্মার এয়জায বলেন: এতিমখানা নির্মাণের জন্য এই ক্যাম্পেইন 2012 সালে চালু করা হয়েছিল এবং এপর্যন্ত ৩০ লাখ পাউন্ড সংগ্রহ করা হয়েছে।

iqna

বার্মিংহামে সিরিয়ার অনাথ শিশুদের জন্য এতিমখানা নির্মাণ বার্মিংহামে সিরিয়ার অনাথ শিশুদের জন্য এতিমখানা নির্মাণ বার্মিংহামে সিরিয়ার অনাথ শিশুদের জন্য এতিমখানা নির্মাণ

 

captcha