IQNA

ইরাকে কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ নারীদের সম্মাননা প্রদর্শন

3:49 - April 19, 2018
সংবাদ: 2605551
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের হেফজ ক্বিরাত এবং তাফসিরের আলোকে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে হযরত আব্বাস (আ.)এর মাযারের পক্ষ থেকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

ইরাকে কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ নারীদের সম্মাননা প্রদর্শন


বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের ধর্মীয় বিষয়ক বিভাগের কর্মকর্তা সাইয়্যেদ আদনান মুসাভী বলেন: হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইরাকের বিভিন্ন শহরে আঞ্চলিক ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন: আপনাদের আরও শক্তিশালী হতে হবে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রেখে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
তিনি বিজয়ী নারীদের ঐশী গ্রন্থের প্রতি অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করার ব্যাপারে বলেন: আপনারা আপনাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখবেন এবং এই পবিত্র গ্রন্থ থেকে যা শিখবেন সেটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন।
iqna

captcha