IQNA

শাবান মাসে লাভজনক বিনিয়োগের উপায়

13:50 - April 20, 2018
সংবাদ: 2605557
ভাল ফসলের জন্য উর্বর মাটির প্রয়োজন। যে মাটি লবণাক্ত নয় সেখানেই বীজ অঙ্কুরিত হয়। পবিত্র কুরআন মানুষকে অবশ্যই হেদায়েত করে কিন্তু তখনই মানুষ সুফল পাবে যখন সে তার আত্মাকে সঠিকভাবে প্রস্তুত করবে অর্থাৎ মুত্তাকী ও পরহেজগার হবে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ» এই সেই কিতাব যা নিঃসন্দেহে মানুষকে হেদায়েত করে। হাদিসের বাণী অনুসারে এই আয়াতের মুত্তাকিন বলতে শুধুমাত্র শিয়াদেরকেই বুঝানো হয়েছে।

হারাম খাদ্য পরিত্যাগ করার দর্শন হচ্ছে তা মানুষের হেদায়েতের পথকে বন্ধ করে দেয়। পবিত্র কুরআনে বলা হয়েছে: يا أَيُّهَا الرُّسُلُ؛ كُلُوا مِنَ الطَّيِّباتِ وَ اعْمَلُوا صالِحاً হে ঈমানদারগণ তোমরা হালাল খাবার খাও এবং সৎকর্ম কর।

আহলে বাইতকে ভালবাসতে হলে অবশ্যই পাক ও পবিত্র হতে হবে। মহানবী(সা.) বলেছেন: لَا يُحِبُّنَا إِلَّا مَنْ‏ طَابَتْ وِلَادَتُهُ وَ لَا يُبْغِضُنَا إِلَّا مَنْ خَبُثَتْ وِلَادَتُهُ আমার আহলে বাইত হচ্ছে পাক ও পবিত্র সুতরাং তাদেরকে ভালবাসতে গেলে অবশ্যই পাক ও পবিত্র হতে হবে।

পবিত্র কুরআনে আরও বলা হয়েছে: আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূ-খণ্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূ-খণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান।

 

captcha