IQNA

"সিরিয়ায় হামলা চালিয়ে ওয়াশিংটন বিশ্বের কাছে নিজের কুৎসিত চেহারা তুলে ধরেছে"

19:05 - April 20, 2018
সংবাদ: 2605561
আন্তর্জাতিক ডেস্ক; ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেছেন, এ ঘৃণ্য পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন তার আগ্রাসী ও কুৎসিত চেহারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে।

 

 

বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেছেন, এ ঘৃণ্য পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন তার আগ্রাসী ও কুৎসিত চেহারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে।

আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেছেন। আমেরিকাসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো কেবল গায়ের জোরে কথা বলছে উল্লেখ করে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ প্রতিরোধ যোদ্ধাদের কাছে পরাজিত হওয়ায় আমেরিকা প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার কোনো লাভ হয়নি এবং আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী ইমাম তেলআবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের ঘোষণাকে উস্কানিমূলক অভিহিত করে বলেছেন, এ পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে প্রতিবাদ জানিয়েছে তা থেকে ফিলিস্তিনি জাতির শক্তিমত্বার বিষয়টি ফুটে উঠেছে। পার্সটুডে

 

 

captcha