IQNA

আমিরাতের রণতরী ধ্বংস করল আনসারুল্লাহ

22:20 - June 13, 2018
সংবাদ: 2605977
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনে একটি সামরিক সূত্র জানিয়েছে, আনসারুল্লাহ বাহিনীর সেনারা হাদিদা প্রদেশের উপকুলের নিকটে সংযুক্ত আরব আমিরাতের একটি রণতরী ধ্বংস করেছে।

ইসলামী জীবনধারায় রোজার উপহার

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের নেতৃত্বে হাদিদা প্রদেশে জোট সামরিক অভিযানের শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর আনসারুল্লাহর সেনারা ঐ রণতরীটি ধ্বংস করে।
সৈন্য ও যুদ্ধের ইনস্ট্রুমেন্টস বহনকারী আমিরাতের দুটি যুদ্ধজাহাজ হাদিদা প্রদেশের উপকুলে পৌঁছানোর কথা ছিল। এরমধ্যে একটি যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চল "গালিফাক্বা"য় আনসারুল্লাহর সেনাদের মুখোমুখি হয়। এসময় আনসারুল্লাহর সেনার ঐ যুদ্ধজাহাজটি ধ্বংস করে। যুদ্ধজাহাজটি ধ্বংসের পর অনেক দূর থেকে ধোয়া পরিলক্ষিত হয়েছে। অপর যুদ্ধজাহাজটি জুকার দ্বীপে পালিয়ে যায়।
ইয়েমেনের সুপ্রিম বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী হুথি গুরুত্বারোপ করে বলেন: আল্লাহর আশেষ কৃপায় আমেরিকা-সৌদি এবং তাদের মিত্রদের একটি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং অপর জাহাজটি জুকার দ্বীপে পালিয়ে গেছে।
এছাড়াও আজ সকালে "আল-মাসিরা" চ্যানেল ঘোষণা করেছে, সৌদি আরবের জিজান প্রদেশের আল-ফয়সাল সেনা শহরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
iqna
 

captcha