IQNA

মুসলিম ওলামা ইন্টারন্যাশনাল ইউনিয়ন;

অষ্ট্রিয়ায় মসজিদ বন্ধ এবং পেশ ইমামদের বহিষ্কারের নির্দেশ বাতিলের আহ্বান

22:24 - June 13, 2018
সংবাদ: 2605978
আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার অস্ট্রিয়ার সরকার দেশটির সাতটি মসজিদ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বেশ কয়েক জন পেশ ইমামকে সেদেশ থেকে বের করার বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছে। অস্ট্রিয়ার সরকারের এই নির্দেশ ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে মুসলিম ওলামা ইন্টারন্যাশনাল ইউনিয়ন।

অষ্ট্রিয়ায় মসজিদ বন্ধ এবং পেশ ইমামদের বহিষ্কারের নির্দেশ বাতিলের আহ্বান
বার্তা সংস্থা ইকনা: মুসলিম ওলামা ইন্টারন্যাশনাল ইউনিয়নের মহাসচিব "আলী ক্বারাহ দাগী" গত মঙ্গলবার অস্ট্রিয়ার সরকারের নিকট আহ্বান জানিয়েছে, দেশের ইমামদের বহিষ্কারের সিদ্ধান্তটি যেন পর্যালোচনা করে।
সরকারের নিকট পেশকৃত এক বিবৃতিতে আলী ক্বারাহ বলেন: পশ্চিমা দেশগুলোয় সংখ্যালঘু মুসলিমরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং জনগণকে ইতিবাচক সহযোগিতা করে আসছে। এছাড়াও মুসলমানেরা সর্বদা হিংস্রতা বর্জন এবং জাতিগত দ্বন্দসমূহ এড়িয়ে চলার চেষ্টা করে।
মানব উপাদানের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন: সমস্ত মানুষকে এক মূল থেকে সৃষ্টি করা হয়েছে। যা মানব উপাদানের ঐক্যকে প্রতিফলিত করে।
অস্ট্রিয়ার সরকার যে সাতটি মসজিদ বন্ধের পদক্ষেপ নিয়েছে তার মধ্যে তিনটি রয়েছে ভিয়েনায়। এসব মসজিদের কোনো কোনোটির ওপর তুরস্কের ডানপন্থী সংস্থা কথিত 'গ্রে উলফের' প্রভাব থাকার অজুহাত দিচ্ছে ভিয়েনা সরকার। এছাড়াও "ইসলামী রাজনীতি"র অভিযোগে সেদেশে নিযুক্ত তুরস্কের ৬০ জন পেশ ইমামকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।
অস্ট্রিয়ায় প্রায় ছয় লাখ মুসলমানের বসবাস রয়েছে। দেশটির সরকার এসব মুসলমানের বিরুদ্ধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। ২০১৭ সালে ভিয়েনা সরকার মুসলিম নারীদের প্রকাশ্যে বোরখা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করেছে। এই আইন অমান্যকারী নারীদেরকে পুলিশ আটক করতে পারবে এবং ১৫০ ইউরো বা ১৮০ ডলার জরিমানা করতে পারবে।
iqna

 

captcha