IQNA

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ইরান

23:58 - June 18, 2018
সংবাদ: 2606013
আন্তর্জাতিক ডেস্ক: আফগান সরকার ও তালেবান গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাতে সবপক্ষকে আহ্বান জানান তিনি।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ইরান

বার্তা সংস্থা ইকনা: আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি গতকাল (শনিবার) সপ্তাহব্যাপী চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং তালেবান পরে নিজেদের মতো করে তিনদিনের যুদ্ধবিরতি পালন করে। তালেবানের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আশরাফ গণি গতকাল যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তালেবানকেও তাতে সাড়া দেয়ার আহ্বান জানান।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আশা করেন যে, যুদ্ধবিরতি অব্যাহত থাকলে নতুন করে শান্তি আলোচনার ক্ষেত্র তৈরি হবে। এতে দেশের ভেতরে শান্তি-শৃঙ্খলা ফিরবে বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া, আফগানিস্তানের নানগারহার প্রদেশে গতকাল যে আত্মঘাতী হামলা হয়েছে তারও নিন্দা জানান কাসেমি। তিনি বলেন, আফগানিস্তানের শত্রুরা দেশটিতে শান্তি ফিরে আসুক তা চায় না। গতকালের হামলায় অন্তত ২৬ নিহত ও বহু লোকজন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তালেবান সদস্য রয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

iqna

captcha