IQNA

ফিলিপাইনে আহলে বাইয়েত (আ.) এবং কুরআনের খাদেমকে সম্মাননা প্রদর্শন

23:56 - June 19, 2018
সংবাদ: 2606019
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে আহলে বাইয়েত (আ.) এবং কুরআনের খাদেম "মাহমুদ সাদেকী তাজার"কে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: এই অনুষ্ঠানে ইরানের দর্শন ও হিকমাত ইন্সটিটিউটের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আব্দুল হুসাইন খোসরু পানাহ, আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফিলিপাইন শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম মুজতাবা আকবারী এবং ইরানী কালচারাল কাউন্সিলার মোহাম্মাদ জাফারী মালেক উপস্থিত ছিলেন।
গবেষক মাহমুদ সাদেকী তাজের বেক কয়েকটি বই লিখেছেন। এছাড়াও বিভিন্ন ধরণের সেবামূলক কর্মের মাধ্যমে আহলে বাইতের (আ.) সেবা প্রদান করে আসছেন। মাহমুদ সাদেকীর উদ্যোগে প্রতি বৃহস্পতিবারে ম্যানিলায় ইরানী কালচারাল সেন্টারে দোয়া-ই-কুমাইল পাঠ করা হয়। কুরআন ও আহলে বাইতের সেবাই নিজেকে নিয়োজিত রাখার জন্য মাহমুদ সাদেকী তাজেরকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
iqna

captcha