IQNA

তাজিকি সীমান্তে তালেবান হামলায় ১২ আফগান সেনা নিহত

20:13 - August 14, 2018
সংবাদ: 2606463
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আফগান-তাজিকি সীমান্তের "আই-খানম" ক্রসিংয়ের পয়েন্টে তালেবানের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা আফগানিস্তানের ১২ সেনা নিহত এবং ৪ সেনা আহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের নুখার প্রদেশের মুখপাত্র জাওয়াদ হিজরি গতকাল ১৩ই ঘোষণা করেছে, বরিবার রাতে আফগান-তাজিকি সীমান্তের "আই-খানম" ক্রসিংয়ের পয়েন্টে তালেবানের হামলায় আফগানিস্তানের ১২ সেনা নিহত এবং ৪ সেনা আহত হয়েছেন।
তিনি আরও বলেন: বেশ কিছু দিন যাবত এই সংঘর্ষ অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সমর্থন বাহিনী এবং পুলিশ কমান্ডারের নেতৃত্বে একটি নিরাপত্তা গ্রুপকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে আফগান সংবাদ মিডিয়া ঘোষণা করেছে, তালেবান ১২ই আগস্ট আফগানিস্তানের গজনি শহরের পুলিশের সদর দফতর এবং সরকারি ভবনে হামলা চালিয়েছে। এছাড়াও হামলাকারীরা গজনি শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রধান সড়কে বিপুল সংখ্যক পুতে রেখেছে।
আফগানিস্তানের সেনাপ্রধান মুহাম্মদ শরীফ ইয়াফতলী ১২ই আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন: আফগান সরকার কাবুল থেকে বিশেষ বাহিনীর ১০০০ সৈন্য এবং ৪০০টি সাঁজোয়া যান গজনির উদ্দেশ্যে পাঠিয়েছে।
iqna

 

captcha