IQNA

ইউরোপে হযরত আব্বাস (আ.)এর মাকাম + ভিডিও

16:22 - August 15, 2018
সংবাদ: 2606473
আন্তর্জাতিক ডেস্ক: ১৬২০ সালে মু'মিনদের একটি দল তাবার্রোক এবং শাফায়াতের জন্য হযরত আবুল ফজাল আল-আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কিছু মাটি ইউরোপে আলবেনিয়াতে নিয়ে যায়। সেখানে তেইমুরী পর্বতে ঐ মাটি দাফন করে এবং জিয়ারতের জন্য একটি বিশেষ স্থান নির্মাণ করে।



বার্তা সংস্থা ইকনা: ১৬২০ সালে মু'মিনদের একটি দল তাবার্রোক এবং শাফায়াতের জন্য হযরত আবুল ফজাল আল-আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কিছু মাটি ইউরোপে আলবেনিয়াতে নিয়ে যায়। আলবেনিয়ার জনগণ এই মাটির প্রভাব দেখার পর সেদেশের রাজধানী থেকে ২০০ কিলোমিটার দুরে তেইমুরী পর্বতে এই মাটি দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে সেখানে জিয়ারতের জন্য এইটি বিশেষ স্থাপন নির্মাণ করা হয়। পর্বতের নাম "আব্বাস-আলী" নামে প্রসিদ্ধ হয়। আলবেনিয়ার জনগণ বিশ্বাস করে যে, হযরত আব্বাস (আ.) ঘোড়া চড়ে আলবেনিয়ার একটি পাহাড়ে উঠছিল। তাদের বিশ্বাসের কারণ হচ্ছে যে, সেই জায়গায় পাথরের উপর ঘোড়ার পদাঙ্ক এবং উল্লম্ব পতাকা চিহ্ন রয়েছে।
আলবেনিয়ার বিভিন্ন ধর্ম এবং গোত্রের লোকেরা ১৬২০ সাল থেকে প্রতি বছর ৫ দিন (২০ থেকে ২৫শে আগস্ট) উক্ত পাহাড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ২৪১৭ মিটার উঁচু পাহাড়ে উঠে গরু ছাগল জবাই করে রান্না করে অভাবী ও দুস্থদের মাঝে বিতরণ করেন।
২০১৩ সালে বুলগেরিয়ান শিল্পী "স্টিভেন পোপডিমোট্রভ" ঘোড়ার পিঠে চড়া হযরত আব্বাস (আ.)এর একটি মূর্তি বানিয়েছেন। হযরত আব্বাস (আ.)কে নিয়ে নির্মিত এই মূর্তি কোলে দুটি শিশু রয়েছে। তিনি তাদের পানি খাওয়াতে চাচ্ছেন। এই মূর্তিটি তেইমুরী পর্বতের উপরে স্থাপন করা হয়েছে।
iqna

 

captcha