IQNA

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

15:52 - August 18, 2018
সংবাদ: 2606492
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শনিবার তিনি শপথ গ্রহণ করেন। এ দিন সকালে প্রেসিডেন্ট হাউজে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান।

 

বার্তা সংস্থা ইকনা: নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) প্রার্থী শাহবাজ শরীফকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট মামুনুন হোসাইন।

শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ইমরান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসির-উল মুলক, জাতীয় পরিষদের নবনির্বাচিত স্পিকার আসাদ কায়সার, সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমান বাহিনীর প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও নৌ-বাহিনীর প্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসি।

১৯৯২ সালে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন ইমরান খান। পরবর্তীতে ১৯৯৬ সালে পিটিআই গঠন করে তিনি রাজনীতি শুরু করেন। দল গঠনের ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করলেন তিনি।

এর আগে শুক্রবার পার্লামেন্টের জাতীয় পরিষদের ভোটাভুটিতে মোট ২৭২টি আসনের মধ্যে ১৭৬টি আসন পান ইমরান খান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী শাহবাজ শরিফ পান ৯৬ ভোট।

iqna

 

captcha