IQNA

আমেরিকায় শিয়া ছাত্রের উপর নির্যাতন + ভিডিও

15:39 - August 19, 2018
সংবাদ: 2606496
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসরাস অ্যাডভাইজর "স্কট জন ভিটাকুইচ" ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর মার্কিন নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করে।


বার্তা সংস্থা ইকনা: চেক প্রজাতন্ত্রের নাগরিক স্কট জন ভিটাকুইচ ডাক্তার হওয়ার জন্য আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি দীর্ঘ দিন যাবত ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করার জন্য এই ধর্মে দীক্ষিত হন এবং শিয়া মাজহাবের অনুসারী হিসেবে নিজের জীবনকে পরিচালনা করেন।
তিনি ইসলাম ধর্ম সম্পর্কে তার প্রশ্নের উত্তর এবং মুসলিমদের উপর নিষ্ঠুর অত্যাচার করার কারণ জানান জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি মসজিদে যান এবং সেখানে এই বিষয়গুল উপস্থাপন করেন।
এই ঘটনার ৬ মাস পর সন্ত্রাসী প্রবণতা এবং ভবিষ্যতে অপরাধ সংঘটিত করার সম্ভাবনা অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার সম্পত্তি বাজেয়াপ্ত এবং তার সামাজিক ও একাডেমিকাল অবস্থান থেকে তাকে বঞ্চিত করে।
সাড়ে সাত বছর পর কোন দলিল বা প্রমাণ ছাড়াই তার প্রতি অমানবিক নির্যাতন বিশেষ করে মানসিক টর্চার, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে রাখা এবং শরীরের বিভিন্ন অংশে ভারি শিকল দিয়ে বেধে রাখা সহ অন্যান্য ভাবে অত্যাচার করে মার্কিন সেনারা।
মার্কিন সেনারা শর্ত সাপেক্ষ তাকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয়ে। মার্কিন সেনারা স্কট জন ভিটাকুইচকে বলেছে: সে যদি তার পূর্বে স্থানে ফিরে যায় তাহলে পর্বের সকল অবস্থান (সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং সামাজিক মর্যাদা) তাকে ফিরিয়ে দেয়া হবে। কিন্তু স্কট জন ভিটাকুইচ মার্কিন সেনাদের এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং তিনি ইসলাম ধর্মে প্রতি অটুট বিশ্বাস নিয়ে দৃঢ় থাকেন। অবশেষে মার্কিন সেনারা তার প্রতি হতাশা হয়ে আমেরিকা থেকে তারে বহিষ্কার করে চেক প্রজাতন্ত্র পাঠিয়ে দেয়। পরবর্তীতে তিনি সেখান থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে যান।
স্কট জন ভিটাকুইচ বলেন: নাহজুল বালাগায় ইমাম আলী (আ.) বলেছেন: যদি শক্তি অথবা ধৈর্য না তাহলে উদ্ভাসিত হও। হয়তবা সর্বশেষ এর মাধ্যমে তুমি তোমার লক্ষ্যে পৌছাতে পারবে। সুতরাং আমার যখন শক্তি ছিল না, তখন আমি এই বাক্যটি স্মরণ করতাম আর এজন্য আমেরিকানরা স্নায়বিক ও বিচলিত হয়েছে।
iqna

 

captcha