IQNA

কুরআনের আনুগত্য ছাড়া জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছান সম্ভব নয়

20:33 - August 19, 2018
সংবাদ: 2606501
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ হুসাইন মু’মিনি বলেছেন যে, পবিত্র কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েত ও দিকনির্দেশনার কিতাব। তাই এ আসমানি কিতাবের প্রতি আনুগত্য ছাড়া মানব জীবনে কখনও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছান সম্ভব নয়।


বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ হুসাইন মু’মিনি গতকাল ঐতিহাসিক জামকারান মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মানব জীবনে সফলতা ও চূড়ান্ত লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই নির্ভুল ও স্বর্গীয় বিধানাবলী অনুসরণ করতে হবে, আর এমন নির্ভুল ও পরিপূর্ণ বিধান কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে জারিকৃত বিধানই হতে পারে। যে বিধান রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া আসমানি কিতাব আল কুরআনে। তাই এক কথায় বলা যায় যে, যদি মানুষ দুনিয়া ও আখিরাতে মঙ্গল ও সফলতা অর্জন করতে চায়, তবে তাকে অবশ্যই পবিত্র কুরআনের শরণাপন্ন হতে হবে এবং কুরআনের আদেশাবলী নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি সমাজে নৈতিকতা ও শালীনতার গুরুত্বের প্রতি ইশারা করে বলেন: পবিত্র কুরআনে বলা হয়েছে যে, নারীদেরকে শালীন পোশাক ও পর্দা মেনে চলতে হবে এবং পুরুষদেরকে নারীদের প্রতি লোলুপ দৃষ্টি থেকে বিরত থাকতে হবে। মিথ্যা, চুরি, অপরকে ঠকান, গিবত, হিংসা, লোভ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা সুস্থ ও নৈতিক সমাজ গড়ে তুলতে চায়, তবে কুরআনের এ নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলতে হবে।' শাবিস্তান

captcha