IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাব বিলম্বের কারণ কি?

20:39 - August 19, 2018
সংবাদ: 2606502
ইমাম মাহদীর (আ.) আবির্ভাব নিয়ে জল্পনা ও কল্পনার কোন অবসান নেই। তিনি কবে ও কিভাবে আবির্ভূত হবেন তা নিয়ে জানার আগ্রহ মানুষের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইমাম মাহদীর আবির্ভাব কেন বিলম্ব হচ্ছে এ সম্পর্কে কিছু হাদীস বর্ণিত হয়েছে, এখানে আমরা পাঠকদের উদ্দেশ্যে দু’টি হাদীস তুলে ধরব।


বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী (আ.) ইমামতিধারার সর্বশেষ মাসুম ইমাম। যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ জামানায় আবির্ভূত হবেন এবং সারা বিশ্বে ন্যায় ও ইনসাফের হুকুমত প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদীর (আ.) আবির্ভাব সম্পর্কে এক হাদীসে ইমাম মুসা কাজীম (আ.) বর্ণনা করেছেন যে, যদি বদরের যুদ্ধে রাসূলের (সা.) সাহাবিদের সংখ্যায় (৩১৩জন) ইমাম মাহদীর সাথী প্রস্তুত হয়, তবে সে কিয়াম করবেন।

ইমাম জাফর সাদীকের (আ.) এক সাহাবি বলেন: আমি ইমাম জাফর সাদীকের (আ.) নিকট হাজির হলাম। তাকে উদ্দেশ্য করে বললাম: হে ইমাম আপনি কেন কিয়াম বা জালিম প্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করছেন না। আপনার যে প্রচুর শুভাকাঙ্ক্ষী ও সাথীরা রয়েছে, তাদের সাহায্যে আপনি অনায়াসে কিয়াম করতে পারেন।

ইমাম জিজ্ঞাসা করেন : তোমার মতে তাদের সংখ্যা কত?

আমি বললাম: এক লাখ। ইমাম বিস্ময়ের সাথে আবার জিজ্ঞাসা করেন: এক লাখ!

আমি বললাম: বরং দুই লাখ; এমনকি তার চেয়েও বেশি।

তখন ইমাম বলেন: তাহলে তুমি আমার সাথে একটু বাইরে চল। আমি ইমামের সাথে বাহির হলাম, পথিমধ্যে দেখলাম একটি রাখাল কিছু ভেড়া নিয়ে যাচ্ছে।

ইমাম সেই ভেড়ার পালের দিকে ইশারা করে বলেন: যদি এ ভেড়ার সংখ্যাও একনিষ্ঠ ও আত্মত্যাগী সাথী থাকত, তবে অবশ্যই আমি কিয়াম করতাম।

সূত্র: উসুলে কাফী, ২য় খণ্ড, পৃ. ২৪২।

 

 

 

captcha