IQNA

রোহিঙ্গা ও সিরিয়ার শিশুদের একশ মিলিয়ন ডলার সাহায্য করল ড্যানিশ ইন্সটিটিউট

22:34 - December 09, 2018
সংবাদ: 2607493
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের লেগো ইন্সটিটিউট রোহিঙ্গা ও সিরিয়ার শিশুদের একশ মিলিয়ন ডলার সাহায্য করেছে।

বার্তা সংস্থা ইকনা: ডেনমার্কের (LEGO) লেগো ইন্সটিটিউট সিরিয়ান ও রোহিঙ্গা শিশুদের সাহায্য করার জন্য আমেরিকান অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান সিস্যাম ওয়ার্কশপকে (Sesame Workshop) এই অর্থ দান করেছে।
ডেনমার্কের লেগো ইন্সটিটিউটের কর্তৃপক্ষ বলেছেন: শিশুদের শিক্ষার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অনেক বেশী। এর মাধ্যমে শিশুরা দ্রুত বেড়ে ওঠে এবং তাদের অগ্রগতি হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বের সকল আহত শিশুদের সাহায্য করার জন্য এই অর্থ দান করা হয়েছে।
উল্লেখ্য, সিস্যাম ওয়ার্কশপ ৫ আগামী ৫ বছর ধরে এই অর্থ শিশুদের সেবার জন্য ব্যয় করবে।
ডেনমার্কের লেগো ইন্সটিটিউটটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ড্যানিশের গেম নির্মাতাগণ লেগোর ২৫ শতাংশ ক্রয় করেছে। এর উৎপাদন বিভাগ প্রাইভেট সেক্টর দ্বারা পরিচালিত হয়।
iqna

 

captcha