IQNA

ফারাহ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ

20:23 - December 11, 2018
সংবাদ: 2607515
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান সংঘর্ষ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই সংঘর্ষ গতরাতে ফারাহ শহরে কেল্লেই যামান ও কেল্লেই সুর অঞ্চলে সংগঠিত হয়েছে। এই অঞ্চল দুটি শাহরাহ-৫১৭ নামক এলাকার শুরুতে ফারাহ শহরের প্রবেশপথের গেট অবস্থিত।
ফারাহ শহরের প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেছেন: এই সংঘর্ষের ফলে ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। এর প্রতিরোধ করার জন্য আমি সরকারের নিকটে আহ্বান জানাচ্ছি।
এদিকে ফারাহ শহরের পুলিশ মুখপাত্র "মোহেবুল্লাহ মোহেব বলেন: সন্ত্রাসীদের প্রতিরোধ করার সময় ৪ জন পুলিশ নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।
সম্প্রতি, তালেবান সন্ত্রাসী গ্রুপ আফগান সরকারের সাথে যুদ্ধ করার কৌশল পরিবর্তন করে নিরাপত্তা চেকপয়েন্ট আক্রমণ চালাচ্ছে। সন্ত্রাসীদের এই কৌশল থেকে ফারাহও ব্যতিক্রম নয়।
iqna

 

captcha