IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে

22:09 - December 19, 2018
সংবাদ: 2607585
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে যে ফেতনার ও দুর্যোগ দেখা দিবে তার জন্য শিয়াদেরকে শক্তভাবে প্রস্তুত থাকতে হবে। এমনটি মনে করে বসে থাকলে চলবে না যে আমরা তো ঈমানদার আমাদের আর কি ভয়, কিন্তু তা নয় শয়তান কিন্তু বসে তাকে না সে সর্বদা ফেতনা সৃষ্টি করার জন্য প্রস্তুত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) বলেছেন: সেই ব্যক্তি আমার প্রকৃত প্রতীক্ষাকারী যে তার জান, মাল, সন্তান, সম্পত্তি এবং তার সকল কিছুকে তার ইমামের জন্য উৎসর্গ করতে পারে।

ইমাম জাফর সাদিক(আ.) থেকে শেখ সাদুক বর্ণনা করেছেন, যে ব্যক্তি চারটি জিনিসের প্রতি সন্দেহ করবে সে আল্লাহর যা কিছু অবতীর্ণ করেছেন তার সবই অস্বীকার করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতি যুগের ইমামের প্রতি বিশ্বাস ও তার বৈশিষ্ট্য সম্পর্কে পরিচিত।

প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে: যে ব্যক্তি তার জামানার ইমামকে না চিনে মৃত্যুবরণ করবে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। অর্থাৎ সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল যাদের জীনও ছিল মৃত্যু।

ইমামদেরকে চেনার পথ হচ্ছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা। সুতরাং শুধুমাত্র তাদের নাম জানলেই চলবে না বরং তাদের সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে।

সুরা নূরের ৫৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন: وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে,আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে- তাদেরকে অবশ্যই পৃথিবীতে স্থলাভিষিক্ত করা হবে। যেমনটি তিনি স্থলাভিষিক্ত করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি তাদের জন্য যে ধর্মকে পছন্দ করেছেন সেটাকে অবশ্যই মজবুত ভিত্তিতে সুদৃঢ় করবেন। তাদের ভয়-ভীতিকে শান্তি ও নিরাপত্তায় পরিণত করে দেবেন যাতে তারা কেবল আমারই এবাদত করে এবং আমার সাথে কাউকে শরিক না করে। এরপর যারা (এ বিশাল নেয়ামতকে) অস্বীকার করবে, তারাই ফাসেক ও অবাধ্য।

মুমিনদের চূড়ান্ত বিজয় হলো সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা হওয়া এবং কাফেরদের আধিপত্যের পতন ঘটা যা নিশ্চিতভাবেই ভবিষ্যতে ঘটবে। কারণ আল্লাহ মুমিনদেরকে এ প্রতিশ্রুতি দিয়েছেন।

ইমাম মাহদীর আবির্ভাবে অনেক বিলম্ব ঘটবে তখন তখন অনেকেই শয়তানের প্ররোচনায় ঈমান হারাবে। কিন্তু যারা আল্লাহর প্রতিশ্রুতির প্রতি অটল থাকবে কেবল তারাই সফলতা অর্জন করবে এবং তারাই ইমাম মাহদীর প্রকৃত সৈনিক হতে পারবে।

captcha