IQNA

বছরে এক লাখেরও বেশী বিদেশী পর্যটক জামকারান মসজিদ যিয়ারত করে

23:24 - December 19, 2018
সংবাদ: 2607586
জামকারান মসজিদের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বছরে ৭০টি দেশ থেকে এক লক্ষেরও বেশী বিদেশী পর্যটক জামকারান মসজিদ যিয়ারাত করেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মাহদী হাশেমী বলেন, প্রায় লক্ষাধিক যায়ের প্রতি বছর বিশ্বের ৭০টি দেশ থেকে জামকারান মসজিদ যিয়ারাত করতে আসেন।

জামকারান মসজিদের জনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক বলেন যে ইরাক, পাকিস্তান, লেবানন, বাহরাইন, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক ও আজারবাইজান, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ডেনমার্ক এবং কানাডা থেকে সর্বাধিক পর্যটক ও তীর্থযাত্রী মসজিদটি পরিদর্শন করতে আসেন।

তিনি বলেন: জামকারান মসজিদ এবং আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পর্যটকরা এই মসজিদ যিয়রাত করে থাকেন।

তিনি বলেন: এই মসজিদে প্রতি দিন বিদেশী যায়েরদের জন্য আপ্যায়নের ব্যবস্থা এবং যিয়রাত সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

জামকারানের পবিত্র মসজিদের পবিত্র স্থান থেকে তীর্থযাত্রীদের ভাল ব্যবহারের জন্য, মসজিদটিতে অ-ইরানী তীর্থযাত্রীদের নিবেদিত একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে যেখানে তীর্থযাত্রীরা তাদের নিজস্ব ভাষায় কুরআন, মাফাতিহুল জিনান এবং দোয়ার বাই ব্যবহার করতে পারবেন।

হাশেমী বলেন: এই মসজিদে অনেক দোভাষী রয়েছেন যারা স্বেচ্ছাসেবামূলক সেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন দেশ ও ভাষার জিয়ারতকারীদের জন্য মসজিদ সম্পর্কে তথ্য প্রদান করে থাকেন।

captcha