IQNA

জর্ডানের ইসলামী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের জরিপ অনুযায়ী;

২০১৮ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব নির্বাচন

16:31 - January 01, 2019
সংবাদ: 2607659
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ইসলামী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার গবেষণা করে প্রতি বছর বিশ্বের মধ্যে ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করে। গত বছরের শীর্ষ মুসলিম ব্যক্তিত্ব হিসাবে নারীদের মধ্যে ফিলিস্তিনের এক প্রতিবাদী মেয়ে এবং পুরুষদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম উঠে এসেছে।

বার্তা সংস্থা ইকনা: ২০১৮ সালে সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে পুরুষদের মধ্যে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ  এবং নারীদের মধ্যে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের প্রতিবাদী নারী আহেদ তামিমি।

গত বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতান হারাপানের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় তিনি সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে দীর্ঘদিন পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাহাথির।

মাহাথিরের অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করে বলা হয়েছে, তার নেতৃত্বে মালয়েশিয়া দ্রুত আধুনিকীকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়েছে। ৯৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহাথির মোহাম্মদ। এই অসাধারণ মানুষটি দীর্ঘ ৭০ বছর যাবত আনন্দদায়ক রাজনৈতিক কার্যকলাপ করে এসেছেন। এছাড়াও তিনি ১৭টি বই রচনা করেছেন।

১৭ বছরের আহেদ তামিমি ৮ মাস যায়নবাদীদের কারাগারে বন্দী থাকার পর আগস্ট মাসে মুক্তি পান। ইসরাইলি সেনা সদস্যকে লাথি ও চড় মারা ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমিও এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি এ বছরের সেরা ৫শ নারীর মধ্যে সেরা মুসলিম নারী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে "যুদ্ধের ময়দানের বীর" খেতাবে ভূষিত করা হয়েছে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য আহেদ তামিমিকে প্রশংসিত করা হয়েছে।

জর্ডানে ইসলামী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ২০০৯ সাল থেকে প্রতি বছর ৫০০ শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের নাম প্রকাশ করে আসছে। আর সেই হিসেবে ২০১৮ সালে সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে পুরুষদের মধ্যে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ  এবং নারীদের মধ্যে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের প্রতিবাদী নারী আহেদ তামিমি।

iqna

captcha