IQNA

23:28 - January 06, 2019
সংবাদ: 2607696
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মসজিদ ও ক্যাথিড্রাল উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ (৬ষ্ঠ জানুয়ারি) মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যমে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মসজিদ "আল-ফাতাহ আল-আলিম" ও বৃহত্তম ক্যাথিড্রাল "মিলাদ মাসিহ" উদ্বোধন হয়েছে।
খৃষ্টান ও মুসলিমদের এই দুটি পবিত্র স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ, মিশরের অর্থোডক্স ক্যাপ্টিক পোপ তাভাযারুস (দ্বিতীয় পোপ), আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ তাইয়েব ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন।
এই দুটি পবিত্র ভবন একযোগে উদ্বোধন করা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ধর্মের মধ্যে সহনশীলতা ও শান্তি বৃদ্ধি করা।
মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত আল-ফাতাহ আল-আলিম মসজিদটি ইসলামী স্থাপত্যের শৈলীতে নির্মিত হয়েছিল এবং বলা হয়েছে যে, এটি আরবি দেশসমূহের মধ্যে সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদটি 59 feddan (প্রতিটি feddan 4200 বর্গ মিটারের সমতুল্য) জমির উপর নির্মিত হয়েছে। মসজিদটিতে ৯০ মিটার উচ্চতার ৪টি মিনার রয়েছে এবং প্রধান একটি গম্বুজ রয়েছে। এছাড়াও ৪টি ছোট গম্বুজ রয়েছে।
এই মসজিদে একসাথে ১৪ থেকে ১৬ হাজার পুরুষ মুসল্লি এবং ৩ হাজার নারী মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। এই মসজিদের সাথে একটি কুরআন হেফজ সেন্টার এবং ৩০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও নির্মাণ করা হয়েছে।
মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম চার্চের নাম হচ্ছে "মিলাদ মাসিহ"। এটি আরব দেশসমূহের মধ্যে সবচেয়ে বড় চার্চ। এই গির্জাটি ৬৩ হাজার বর্গ মিটার জমির ওপরে নির্মাণ করা হয়েছে। গির্জাটির টাওয়ারের (মিনারের মত নির্মিত) উচ্চতা ৬০ মিটার।


মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ চার্চে উদ্বোধনে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন
মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ চার্চটি উদ্বোধনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তা প্রেরণ করার মাধ্যমে মিশররে জনগণদের অভিনন্দন জানিয়েছে।
iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: