IQNA

দায়েশকে আর্থিক সহযোগিতা করার জন্য সুইডেনে ৬ ব্যক্তির বিচার শুরু

22:56 - January 07, 2019
সংবাদ: 2607701
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় অবস্থানরত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আর্থিক সহযোগিতা করার জন্য সুইডেনের আদালত আজ ৬ জনের বিচার কার্য শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় অবস্থানরত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আর্থিক সহযোগিতা করার জন্য সুইডেনের আদালতে আজ (৭ম জানুয়ারি) ৬ জন ব্যক্তিকে উপস্থিত করা হয়েছে।

এদের মধ্যে তিন জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এই তিন জনের নিকট থেকে ৫০০ কেজি রাসায়নিক পদার্থ, অস্ত্র, গ্যাস মাস্ক এবং সামরিক সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এছাড়াও তাদের মোবাইল ডিভাইসে সুইডেনের রাজধানী স্টকহোমের কিছু গুরুত্বপূর্ণ স্থানের ছবি পাওয়া গিয়েছে। এসকল স্থানে তারা সন্ত্রাসী হামলা চালাতে চেয়েছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন উজবেকিস্তান এবং একজন কিরগিজস্তানের নাগরিক।

iqna

 

 

captcha