IQNA

বিগত এক সপ্তাহে;

সিরিয়ায় ৪০৪ শরণার্থীর প্রত্যাবর্তন

14:54 - January 08, 2019
সংবাদ: 2607703
আন্তর্জাতিক ডেস্ক: বিগত এক সপ্তাহে জর্ডান থেকে ৪০৪ জন শরণার্থী সিরিয়ায় প্রত্যাবর্তন করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইমিগ্রেশন এবং পাসপোর্ট সেন্টারের প্রধান কর্নেল মজেন গন্দুর বলেন: নতুন বছরের শুরু থেকে এ পর্যন্ত নাসিব বর্ডার দিয়ে ৪০৪ জন সিরিয়ান শরণার্থী অস্থায়ী পাসপোর্ট দিয়ে নিজের দেশে প্রবেশ করেছে।
শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য সরকারী সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন: প্রতি দিন শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, নাসিব সীমানা ক্রসিং সেন্টারটি (সিরিয়া ও জর্ডানের সীমান্ত বর্ডার) গত বছর অক্টোবর মাসে চালু হয়েছে। নতুন এই বর্ডারটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০০০ শরণার্থী জর্ডান থেকে সিরিয়ার প্রবেশ করেছে।
iqna

captcha