IQNA

কায়রোর "ইসলামী যাদুঘরের ইতিহাস" বিষয়ক প্রদর্শনী

21:00 - January 09, 2019
সংবাদ: 2607713
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় গতকাল (৯ম জানুয়ারি) "ইসলামী যাদুঘরের ইতিহাস"-এর আলোকে সাময়িক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য সমসাময়িক যুগের ১৯ ঐতিহাসিক ছবির বোর্ড এবং ইমেজিং গ্রুপের তোলা ৬৪ টি ফটোগ্রাফি বোর্ড উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও এই প্রদর্শনীতে কায়রো মিউজিয়ামের প্রাচীন কয়েকটি কাজের 1২ টি বোর্ড সহ অন্যান্য শিল্প এবং মৃৎশিল্পের বেশ কয়েকটি আসবাবপত্র উপস্থাপন করা হয়েছে।

উক্ত প্রদর্শনী সুয়েজ চ্যানেলের ঐতিহাসিক ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী এক সপ্তাহ যাবত প্রদর্শন অব্যাহত থাকবে।

"ইসলামী যাদুঘরের ইতিহাস" শীর্ষক প্রদর্শনীটি সুয়েজ চ্যানেলের পক্ষ থেকে এবং মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয় সহযোগিতায় ইসলামিক আর্ট মিউজিয়ামের 150তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সুয়েজ চ্যানেলের ১৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

iqna

 

captcha