IQNA

কুরআনের হাফেজ হলেন ফিলিস্তিনের ৮ বছরের শিশু

11:23 - January 11, 2019
সংবাদ: 2607724
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তানের গাজা প্রদেশের নিবাসী ৮ বছরের শিশু "আলা আওয়াজ" সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আল আওয়াজ গাজা প্রদেশের জাবালিয়া শহরের আল-ওমরী মসজিদে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করে অতি অল্প সময়ে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
প্রথমে তিনি কুরআন তিলাওয়াত শুনে প্রতিদিন এক পৃষ্ঠা করে মুখস্থ করতেন। পরবর্তীতে তিনি প্রতিদিন দুই অথবা তিন পৃষ্ঠা মুখস্থ করা শুর করেন। শেষে দিকে তিনি প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে মুখস্থ করেন। এছাড়াও প্রতিদিন ৪৫ পৃষ্ঠা করে রিভাইজ করতেন। এছাড়াও তিনি তার বাড়ির নিকটে অবস্থিত আল-ওমরী মসজিদের কুরআন শিক্ষকের সাথে মাঝেমধ্যে সারাদিন থেকে কুরআন মুখস্থ করতেন।
কুরআন হেফজের প্রতি অনেক আকর্ষণ থাকার ফলে তিনি অতি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
৮ বছরের এই শিশু মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। আট মাস কুরআন হেফজ করে তিনি গাজা প্রদেশে রেকর্ড করেছেন। কারণ এরপূর্বে এতো অল্প সময়ে কেউ কুরআন হেফজ করেনি।
iqna

 

captcha