IQNA

ইরানকে অবশ্যই বিজ্ঞান গবেষণা বাড়াতে হবে: সর্বোচ্চ নেতা

20:07 - January 23, 2019
সংবাদ: 2607773
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশের বৈজ্ঞানিক কর্মকর্তাদেরকে অবশ্যই বিজ্ঞান গবেষণা অব্যাহত রাখতে হবে এবং তা জোরদার করতে হবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাজধানী তেহরানে আজ (বুধবার) ইরানের ‘ইনস্টিটিউপ ফর কগনিটিভ সায়েন্স স্টাডিজ’র কর্মকর্তাদের দেয়া সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। গত ২০ বছরের বিজ্ঞান গবেষণার উন্নতিকে তিনি ভালো বলে মন্তব্য করেন তবে বর্তমান উন্নতিকে আরো গতিশীল করতে হবে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিজ্ঞান গবেষণার গতি কমানো যাবে না বরং গতি বাড়াতে হবে এবং বিজ্ঞান গবেষণার সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে। বর্তমান অবস্থায় থেমে থাকলে চলবে না।

সর্বোচ্চ নেতা বলেন, “যদি আমরা ধীরে চলি বা থেমে থাকি তাহলে বৈশ্বিক গবেষণায় আমরা পিছিয়ে পড়ব এবং আমরা অন্যদেরকে আর ধরতে পারব না; গবেষণার চূড়ায় আরোহণও করতে পারব না। অতএব, যাই ঘটুক না কেন বিজ্ঞান গবেষায় বিরতি দেয়া যাবে না।iqna

captcha