IQNA

১১ ফেব্রুয়ারি আবারও শত্রুদের মুখে চপেটাঘাত করেছে ইরানিরা: জুমার খতিব

16:45 - February 15, 2019
সংবাদ: 2607943
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, গত ১১ ফেব্রুয়ারি দেশজুড়ে বিপ্লব বার্ষিকীর মিছিল ও শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশ নিয়ে ইরানিরা শত্রুদের মুখে চপেটাঘাত করেছে। এর মাধ্যমে ইরানিরা ঐক্যবদ্ধভাবে তাকওয়া বা খোদাভীতির প্রমাণ তুলে ধরেছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ রাজধানী তেহরানে জুমার নামাজের প্রধান জামায়াতে তিনি এসব কথা বলেন। 

জুমার নামাজের খতিব আরও বলেছেন, ইরানি জাতি হচ্ছে সেই জাতি যারা যুগের ফেরাউন ও সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হয়ে এখন স্বাধীনতা ও মুক্তির স্বাদ আস্বাদন করছে। তিনি বলেন, দু'টি বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো জাতি আল্লাহর পছন্দনীয় জাতিতে পরিণত হয়। আর এ দু'টি বৈশিষ্ট্য হচ্ছে, ধৈর্য্য ও কৃতজ্ঞতা। 

ইরান একের পর এক সাফল্যের বড় বড় চূড়া জয় করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেন, শত্রুদের গণমাধ্যমের ব্যাপক অপপ্রচার ও নিষেধাজ্ঞাসহ নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে ইরান এগিয়ে যাচ্ছে এবং এবারও ১১ ফেব্রুয়ারি বিপ্লব বার্ষিকীতে নতুন এক বীরত্বগাথার জন্ম দিয়েছে। iqna

captcha