IQNA

মালয়েশিয়ার দরিদ্রদের জন্য চালের এটিএম চালু

14:57 - February 17, 2019
সংবাদ: 2607956
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার একটি মসজিদ সেদেশের দরিদ্রদের জন্য একটি চালের এটিএম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: চাল প্রদানের জন্য এটিই প্রথম এটিএম বুথ যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাল প্রদান করতে সক্ষম হবে। চালের এই এটিএম বুথটি চলিত মাসের শেষে উদ্বোধন হবে।

মালয়েশিয়ার ইসলামি ফেডারেল ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে চালের এটিএম বুথটি সেদেশের রাজধানী কুয়ালালামপুরের আল-আকরাম মসজিদে চালু করা হবে।

মসজিদের মুখপাত্র বলেছেন, এই এটিএম বুথটি দরিদ্রদের সাহায্যের জন্য দাতাদের দানসমূহ সঞ্চয় করতে সক্ষম।

তিনি বলেন: এধরণের এটিএম বুথ এরপূর্বে ইন্দোনেশিয়ায় চালু হয়েছে এবং সেদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে মালয়েশিয়ায় এধরণের বুথ এই প্রথম বারের মতো চালু করা হবে। iqna

 

 

captcha