IQNA

পৃথিবী ন্যায়নীতিতে পরিপূর্ণ হবে বলতে কি বোঝায়?

20:10 - February 17, 2019
সংবাদ: 2607957
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, ইমাম মাহদী এমন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন যা দেখে জীবিতরা বলবে আজ যদি আমাদের যারা মারা গেছে তারা বেচে থাকত তাহলে অনেক শান্তিতে বসবাস করতে পারত।

বার্তা সংস্থা ইকনা: অবশেষে ইমাম মাহদীর মাধ্যমে দুনিয়াতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে এবং জুলুম অত্যাচার নিপাত যাবে। হাদিসে বর্ণিত হয়েছে: «يَمْلَأُ الْأَرْضَ قِسْطاً وَ عَدْلًا؛ ইমাম মাহদী এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন যে সবাই তার সুফল ভোগ করতে পারবে।

ইমাম মাহদী(আ.) এমনভাবে দুনিয়াটাকে ন্যায়নীতিতে সাজাবেন যে সবাই তখন জুলুম নামের যে কিছু আছে তা ভুলেই যাবে।

ইমাম বাকির(আ.) বলেছেন, মহান আল্লাহ যে বলেছেন, দুনিয়াকে তার মৃত্যুর পর পুনরায় জীবন্ত করা হবে এর অর্থ হচ্ছে ইমাম মাহদীর মাধ্যমে দুনিয়া শান্তি ফিরে পাবে এবং জীবন্ত হবে।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, যেভাবে ঠাণ্ডা এবং গরম ঘরে প্রবেশে করে ঠিক সেভাবেই ইমাম মাহদীর ন্যায়পরায়ণতা সবার ঘরে প্রবেশ করবে।

ইমাম রেজা(আ.) বলেছেন, ইমাম মাহদী সমাজে এমন ন্যায় পরায়নতা প্রতিষ্ঠা করবেন যে কেউ কারও উপর জুলুম করবে না।

 

captcha