IQNA

ড. রুহানি;

মুসলমানদের ঐক্যের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে হবে

23:12 - February 17, 2019
সংবাদ: 2607960
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিঃসন্দেহে ইরান শহীদদের রক্তের বদলা নেবে। ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান-বালুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দুঃখজনকভাবে কয়েকটি প্রতিবেশী দেশ ভুল নীতি বেছে নিয়েছে। রোববার ইরানের দক্ষিণের হরমুজগান প্রদেশের বান্দারে লেংগে শহরে এক বিশাল জনসমাবেশে তিনি এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি বলেন, কয়েকটি প্রতিবেশী দেশ ভুল পথ বেছে নিয়েছে, তবে ইরান এই অঞ্চলের সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক চায়। 

রুহানি আরও বলেছেন, ইসলামি ইরান কখনোই বিদেশি মদদপুষ্ট অপরাধীদেরকে রেহাই দেবে না। বিদেশি শক্তি এসব সন্ত্রাসীকে অস্ত্র ও অর্থ সরবরাহ করছে বলে তিনি জানান। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সব সময় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং কখনোই আগ্রাসন চালায় নি। তিনি সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ থেকে আঞ্চলিক নিরাপত্তা ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, যারা ভাবছে আমেরিকা ও ইহুদিবাদীরা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।  

ইরানের জনগণ ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সব ষড়যন্ত্র ব্যর্থ করবে বলে ড. রুহানি জানান। iqna

 

captcha